Piriter Shampan (পিরিতের সাম্পান) Lyrics | Jisan Khan Shuvo
Piriter Shampan (পিরিতের সাম্পান) Lyrics | Jisan Khan Shuvo
চন্দ্র সূর্য, গ্রহ তারা,
যে যার মত আছে তারা।
চন্দ্র সূর্য, গ্রহ তারা,
যে যার মত আছে তারা।
আমি বন্ধু তুই হারা,
পাগল পেরেশান।
কার জোয়ারে, ভাসালি তোর,
পিরিতের সাম্পান।
বন্দুর এত অভিমান,
কার জোয়ারে ভাসালি তোর,
পিরিতের সাম্পান।
কার আকাশের ঘুড়ি রে তুই,
নাটাই টাকার হাতে।
কোন আশাতে বাধলি রে ঘর,
ভিনদেশির সাথে।
ও ও.. কার আকাশের ঘুড়ি রে তুই,
নাটাই টাকার হাতে।
কোন আশাতে বাধলি রে ঘর,
ভিনদেশির সাথে।
এত ভালোবাসার বুঝি,
এই প্রতিদান।
ও ও.. কার জোয়ারে, ভাসালি তোর,
পিরিতের সাম্পান।
বন্দুর এত অভিমান,
কার জোয়ারে ভাসালি তোর,
পিরিতের সাম্পান?
ও ও... খালি কইরা মনের খাঁচা,
কইরে পালাইলি।
কার আদরে নতুন কইরা,
ভূলস রে তুই বুলি?
ও ও... খালি কইরা মনের খাঁচা,
কইরে পালাইলি।
কার আদরে নতুন কইরা,
ভূলস রে তুই বুলি?
এখন পাড়ার লোকে, মন্দ বলে,
করে অপমান রে,
কার জোয়ারে, ভাসালি তোর,
পিরিতের সাম্পান।
বন্দুর এত অভিমান,
কার জোয়ারে ভাসালি তোর,
পিরিতের সাম্পান?
Song Info:
Song : Piriter Shampan
Singer: Jisan Khan Shuvo
Lyrics: Jisan Khan Shuvo
Tags: Piriter Shampan (পিরিতের সাম্পান) Lyrics | Jisan Khan Shuvo, Jisan Khan Shuvo – Piriter Shampan Lyrics, Jisan Khan Shuvo – পিরিতের সাম্পান Lyrics, Piriter Shampan Mp3 Audio, Jisan Khan Shuvo Lyrics, পিরিতের সাম্পান, Piriter Shampan Audio Lyrics, পিরিতের সাম্পান Lyrics, Piriter Shampan, পিরিতের সাম্পান
No comments