Hothaat (হঠাৎ) Lyrics | Balam
Hothaat (হঠাৎ) Lyrics | Balam | Suzena
ভেজা ভেজা অনুরনে
এক পেয়ালা সমুদ্র
হঠাৎ চেয়ে দেখি তুমি,
প্রথম দেখায় প্রেম
চোখে চোখে চুম্বন
ঘড়ির কাটা ফেলে ফিরে যাও
নীল রঙে হাঁটছ তুমি
জোয়ার ডাকছি যে আমি
লোনা জলের মায়ায় ডুবতে ডুবতে প্রেম
স্রোতের ভাসা প্রেম
শেখাবো তোমায়
লোনা জলের মায়ায় ডুবতে ডুবতে প্রেম
সাগরে হারিয়ে যাই
তোমার আলতো ছোঁয়ায়
আবারো যদি দেখা হয়ে যায়
ফিরে কি আসবে সেই মায়ায়...
হাজারও তারার ভিড়েতে
চেনা মোহনায় জলকণা
তোমারই ছোঁয়ায় মিলিয়ে যায়
ধোঁয়া ধোঁয়া বেদনা।
সাগরে হারিয়ে...
জলে প্রভাতের স্নিগ্ধতা
সমুদ্রে ফিরে এলো
এই স্রোতধারা আমার, আমার নয়
শেষ দেখাতে এখন প্রেম
অলিখিত আক্ষেপ
বিধাতার দেয়ালে দূরে
দূরে থাকা
জীবনের মোর ঘুরে আমি
ছিটকে পরা দূরে তুমি
আপন কক্ষপথে ঘুরছি যেন আমি...
জীবনের মোর ঘুরে
ছিটকে পরা তুমি
আপন কক্ষপথে ঘুরছি তুমি-আমি....
সাগরে হারিয়ে.....
Song Info:
Song : Hothaat
Singer: Balam
Lyrics: Tahsan
Tags: Hothaat (হঠাৎ) Lyrics | Balam, Balam – Hothaat Lyrics, Balam – হঠাৎ Lyrics, Hothaat Mp3 Audio, Balam Lyrics, হঠাৎ, Hothaat Audio Lyrics, হঠাৎ Lyrics, Hothaat, হঠাৎ
No comments