James – Jatra (যাত্রা) Lyrics
James – Jatra (যাত্রা) Lyrics
হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার
নাচে গানে মত মাতবে সবার
চারিদিকে দর্শক করে থৈ থৈ
নাচ দেখে গান শোনে করে হৈ চৈ
রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে বা
অপূর্ব রওশন অপেরার যাত্রা
নাচ গানে ভরপুর যাত্রাপালা
বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা
রাত ভারী হতে থাকে যত
ঝুমুর ঝুমুর নাচ বাড়বে তত
নায়িকার ক্রন্দন হাসি তামাশা
ভিলেনের ভয়াল চিৎকার
আজকের পালা হবে দেখে যা দেখে যা
বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা
কদমতলীর খোলামাঠে
যাত্রা প্যান্ডেল ঐ দেখা যায়
একঝাঁক ডানা কাটা পরীর সাথে
হাজার দর্শক মেতে ওঠে
চিৎকার করে বলে হুররে হুররে
বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা
হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার
নাচে গানে মত মাতবে সবার
চারিদিকে দর্শক করে থৈ থৈ
নাচ দেখে গান শোনে করে হৈ চৈ
রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে বা
অপূর্ব রওশন অপেরার যাত্রা
বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা
Jatra (যাত্রা) Mp3
Song Info:
Song: Jatra (যাত্রা)
Singer: James
Band: Nagarbaul James
Tags: James – Jatra (যাত্রা) Lyrics, James – Jatra Lyrics, James – যাত্রা Lyrics, Jatra Mp3 Audio, James Lyrics, যাত্রা, Jatra Audio Lyrics, যাত্রা Lyrics, Jatra, যাত্রা
No comments