Sobai To Sukhi Hote Chay Lyrics সবাই তো সুখী হতে চায়
Sobai To Sukhi Hote Chay Lyrics সবাই তো সুখী হতে চায়
সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয়, কেউ হয়না
জানিনা বলে যা লোকে, সত্যি কিনা
কপালে সবার নাকি সুখ সয়না।
সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয় কেউ হয়না
আশায় আশায় তবু এই আমি থাকি
যদি আসে কোন দিন সেই সুখ পাখি
এই চেয়ে থাকা আর প্রানে সয়না ।
ভালবেসে সুখী হতে বল কেনা চায়
রাধা সুখী হয়েছিল এই শ্যামরায়
আমি ও রাধার মত ভালবেসে যাবো
হয় কিছু পাবো নয় সবই হারাবো
এই চেয়ে থাকা আর প্রানে সয়না ।
সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয়, কেউ হয়না
জানিনা বলে যা লোকে, সত্যি কিনা
কপালে সবার নাকি সুখ সয়না।
Sobai To Sukhi Hote Chay Mp3
Song Info:
Sobai To Sukhi Hote Chay
Manna Dey
No comments