Latest Lyrics

Momer Putul Momir Desher Meye Lyrics মোমের পুতুল মমীর দেশের মেয়ে

Momer Putul Momir Desher Meye Lyrics মোমের পুতুল মমীর দেশের মেয়ে



Momer Putul Momir Desher Meye Lyrics মোমের পুতুল মমীর দেশের মেয়ে


মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়
বিহবল চঞ্চল পায়।।

খর্জুর-বীথির ধারে
সাহারা মরুর পারে
বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে।
উড়িয়ে ওড়না ‘লু’ হাওয়ায়
পরী-নটিনী নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর।।

সুর্মা-পরা আঁখি হানে আস্‌মানে,
জ্যোৎস্না আসে নীল আকাশে তার টানে।
ঢেউ তুলে নীল দরিয়ায়
দিল-দরদী নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর।।

Momer Putul Momir Desher Meye Mp3



Song Info:
মোমের পুতুল মমীর দেশের মেয়ে
নজরুল গীতি

No comments