Jagoroner Gaan – Ek Nodi Rokto Periye (এক নদী রক্ত পেরিয়ে) Lyrics
Jagoroner Gaan – Ek Nodi Rokto Periye (এক নদী রক্ত পেরিয়ে) Lyrics
এক নদী রক্ত পেরিয়ে
বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা
তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।
না না না শোধ হবে না।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সাত কোটি মানুষের
জীবনের সন্ধান আনলে যারা
সে দানের মহিমা কোন দিন ম্লান হবে না
না না না ম্লান হবে না।।
হয়ত বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না
বড় বড় লোকেদের ভীড়ে
জ্ঞানী আর গুনীদের আসরে
তোমাদের কথা কেউ কবে না।
তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।
না না না শোধ হবে না।।
থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে
জীবনের দীনতা হীনতা নিয়ে।
তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভীড়ে
মাঠে মাঠে কিষাণের মুখে
ঘরে ঘরে কিষাণীর বুকে
স্মৃতি বেদনার আঁখি নীড়ে।
তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।
না না না শোধ হবে না।।
Ek Nodi Rokto Periye Mp3
Song Info:
Ek Nodi Rokto Periye
Jagoroner Gaan
Tags: Jagoroner Gaan – Ek Nodi Rokto Periye Lyrics এক নদী রক্ত পেরিয়ে, Jagoroner Gaan – Ek Nodi Rokto Periye Lyrics, Jagoroner Gaan – এক নদী রক্ত পেরিয়ে Lyrics, Ek Nodi Rokto Periye Mp3 Audio, Jagoroner Gaan Lyrics, এক নদী রক্ত পেরিয়ে, Ek Nodi Rokto Periye Audio Lyrics, এক নদী রক্ত পেরিয়ে Lyrics, Ek Nodi Rokto Periye, এক নদী রক্ত পেরিয়ে
No comments