Latest Lyrics

Jagoroner Gaan – Dhono Dhanno Pushpe Bhora (ধনধান্য পুষ্প ভরা) Lyrics

Jagoroner Gaan – Dhono Dhanno Pushpe Bhora (ধনধান্য পুষ্প ভরা) Lyrics

Jagoroner Gaan – Dhono Dhanno Pushpe Bhora (ধনধান্য পুষ্প ভরা) Lyrics



ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।

চন্দ্র সূর্য গ্রহতারা, কোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে।।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।

এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে ।।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।

পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।

ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।

Dhono Dhanno Pushpe Bhora Mp3



Song Info:
Dhono Dhanno Pushpe Bhora
Jagoroner Gaan


Tags: Jagoroner Gaan – Dhono Dhanno Pushpe Bhora Lyrics ধনধান্য পুষ্প ভরা, Jagoroner Gaan – Dhono Dhanno Pushpe Bhora Lyrics, Jagoroner Gaan – ধনধান্য পুষ্প ভরা Lyrics, Dhono Dhanno Pushpe Bhora Mp3 Audio, Jagoroner Gaan Lyrics, ধনধান্য পুষ্প ভরা, Dhono Dhanno Pushpe Bhora Audio Lyrics, ধনধান্য পুষ্প ভরা Lyrics, Dhono Dhanno Pushpe Bhora, ধনধান্য পুষ্প ভরা

No comments