Jagoroner Gaan – Dam Diye Kinechi Bangla (দাম দিয়ে কিনেছি বাংলা) Lyrics
Jagoroner Gaan – Dam Diye Kinechi Bangla (দাম দিয়ে কিনেছি বাংলা) Lyrics
দাম দিয়ে কিনেছি বাংলা
কারো দানে পাওয়া নয়,
আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি
জানা আছে জগৎময়,
আমি দাম দিয়ে কিনেছি বাংলা…
সতেরোশো সাতান্ন সনে,
ভাইবা দেখেন পড়বে মনে
দাম দিছি পলাশীর মাঠে
ইতিহাস তার সাক্ষী রয়
আমি দাম দিয়ে কিনেছি বাংলা…
সেইবারে জানিল বিশ্ব, আমরা কত ধনী রে
দান করিতে লক্ষ জীবন, তুচ্ছ বলে গনি রে
আঠারোশো সাতান্ন সালে,
দাম দিছি ফের জানে মালে
ওরে পিছন ফিরে চাইলে পরে' একশ বছর কথা কয়
আমি দাম দিয়ে কিনেছি বাংলা…
ব্রিটিশ গেল, সইপ্যা গেল, জল্লাদেরই হাতে রে
তারা মোদের খুন কইরাছে, নানান অযুহাতে রে
লক্ষ তরুণ হাসি হাসি,
খাইছে গুলি পরছে ফাঁসি
তবু না দুঃখিনী বাংলা তোমার আমার কারো হয়
আমি দাম দিয়ে কিনেছি বাংলা…
বায়ান্নোতে মুখের ভাষা কিনছি বুকরে খুনে রে
বরকতেরা রক্ত দিল, বিশ্ব অবাক শোনে রে
দিছি রক্ত জন্মাবধি,
কত সাগর সাগর নদী নদী
রক্তে বাংলা লাল কইরাছি এই কথা তো মিথ্যা নয়
আমি দাম দিয়ে কিনেছি বাংলা…
ঊনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ রাতে রে
সর্বহারা করছে মোরে পশ্চিমা ডাকাত রে
বাপের সামনে বলুক তো ঝুট!
মেয়ের ইজ্জত হয়নি কি লুট?!
আজো বাংলার আকাশ বাতাস তারই দুঃখে শোকো উদাস হয়
আমি দাম দিয়ে কিনেছি বাংলা…
দাম দিয়াছি মায়ের অশ্রু বোনের সম্ভ্রম রে
ওরে বলতে কি কেউ পারো রে ভাই
দাম কি কারও কম রে?
কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা
দুঃখে বাংলার পদ্মা মেঘনা যমুন যে উজান বয়
আমি দাম দিয়ে কিনেছি বাংলা…
দাম দিয়ছে বুদ্ধিজীবি নামী দামী লোক কত
এই জনমে কি ফুরাবে ভাই আমার বুকের সেই ক্ষত!
ঊনিশশো একাত্তর সনে ওরে ষোলই ডিসেম্বর সকালে
অবশেষে দুঃখিনী এই বাংলা মা যে আমার হয়
আমি দাম দিয়ে কিনেছি বাংলা…
কারো দানে পাওয়া নয়।
আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি
জানা আছে জগৎময়,
আমি দাম দিয়ে কিনেছি বাংলা…
Dam Diye Kinechi Bangla Mp3
Song Info:
Dam Diye Kinechi Bangla
Jagoroner Gaan
Tags: Jagoroner Gaan – Dam Diye Kinechi Bangla Lyrics দাম দিয়ে কিনেছি বাংলা, Jagoroner Gaan – Dam Diye Kinechi Bangla Lyrics, Jagoroner Gaan – দাম দিয়ে কিনেছি বাংলা Lyrics, Dam Diye Kinechi Bangla Mp3 Audio, Jagoroner Gaan Lyrics, দাম দিয়ে কিনেছি বাংলা, Dam Diye Kinechi Bangla Audio Lyrics, দাম দিয়ে কিনেছি বাংলা Lyrics, Dam Diye Kinechi Bangla, দাম দিয়ে কিনেছি বাংলা
No comments