Jagoroner Gaan – Chashader Muteder Mojurer (চাষাদের মুটেদের মজুরের) Lyrics
Jagoroner Gaan – Chashader Muteder Mojurer (চাষাদের মুটেদের মজুরের) Lyrics
চাষাদের মুটেদের মজুরের
গরিবের নিঃস্বের ফকিরের
আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।।
ছোটদের বড়দের সকলের
গরিবের নিঃস্বের ফকিরের
আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।।
নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে,
নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে।।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দেশ মাতা এক সকলের।
লাঙলের সাথে আজ চাকা ঘুরে এক তালে
এক হয়ে মিশে গেছি আমারা সে যে কোন প্রাণে।।
মন্দির, মসজিদ, গীর্জার আবাহনে।।
বাণী শুনি একই সুরের।
ছোটদের বড়দের সকলের
গরিবের নিঃস্বের ফকিরের
আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।।
চাষাদের মজুরের ফকিরের
ফকিরের নিঃস্বের গরিবের
আমার এ দেশ, সব মানুষের, সব মানুষের।
বড়দের ছোটদের সকলের
আমার এ দেশ সব মানুষের।
Chashader Muteder Mojurer Mp3
Song Info:
Chashader Muteder Mojurer
Jagoroner Gaan
Tags: Jagoroner Gaan – Chashader Muteder Mojurer Lyrics চাষাদের মুটেদের মজুরের, Jagoroner Gaan – Chashader Muteder Mojurer Lyrics, Jagoroner Gaan – চাষাদের মুটেদের মজুরের Lyrics, Chashader Muteder Mojurer Mp3 Audio, Jagoroner Gaan Lyrics, চাষাদের মুটেদের মজুরের, Chashader Muteder Mojurer Audio Lyrics, চাষাদের মুটেদের মজুরের Lyrics, Chashader Muteder Mojurer, চাষাদের মুটেদের মজুরের
No comments