Latest Lyrics

Bonomali Tumi Poro Jonome Hoyo Radha Lyrics বনমালী তুমি পরজনমে হইও রাধা

Bonomali Tumi Poro Jonome Hoyo Radha Lyrics বনমালী তুমি পরজনমে হইও রাধা


Bonomali Tumi Poro Jonome Hoyo Radha Lyrics বনমালী তুমি পরজনমে হইও রাধা


তুমি আমারি মতন জ্বলিও জ্বলিও
বিরহ কুসুম হার গলেতে পরিও

তুমি যাইয়ো, যমুনার ঘাটে
না মানি ননদীরও বাধা
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা

তুমি আমারি মতন কান্দিও কান্দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও
তুমি বুঝিবে তখন, নারীরও বেদন
রাধার ও প্রাণে কত ব্যথা
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা

তুমি আমারি মতন মরিও মরিও
শ্যামও কলঙ্কের হার গলেতে পরিও
তুমি পুড়িও তখম.. আমারি মতন
বুকে লইয়া দুখের চিতা
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা

ভাবিয়া সরোজ কয় ওহে কৃষ্ণপদ
প্রেমেরও মায়াডোরে আমারে বাঁন্ধিয়ো
আমি মরিয়া হইবো শ্রীনন্দের নন্দন
তোমারে বানাবো আধা
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা

Bonomali Tumi Poro Jonome Hoyo Radha Mp3



Song Info:
Bonomali Tumi Poro Jonome Hoyo Radha
Bappa Mazumder

No comments