Latest Lyrics

Amai Nohe Go (আমায় নহে গো) Lyrics

Amai Nohe Go (আমায় নহে গো) Lyrics


Amai Nohe Go (আমায় নহে গো) Lyrics


আমায় নহে গো
ভালবাস শুধু ভালবাস মোর গান
আমায় নহে গো
ভালবাস শুধু ভালবাস মোর গান
বনের পাখিরে কে চিনে রাখে
বনের পাখিরে কে চিনে রাখে
গান হলে অবসান
ভালবাস মোর গান

চাঁদেরে কে চায় জোছনা সবাই যাচে
গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে
চাঁদেরে কে চায় জোছনা সবাই যাচে
গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে
তুমি বুঝিবেনা বুঝিবেনা আলো দিতে কত পোড়ে
কত প্রদীপের ঠাই

যে কাটা লতার আঁখি জল হায়
ফুল হয়ে ওঠে ফোটে
ফুল নিয়ে তার দিয়েছ কি কিছু
ফুল নিয়ে তার দিয়েছ কি কিছু
শুন্য পত্রপুটে
ফুল হয়ে ওঠে ফোটে

সবাই তৃষ্ণা মেটায় নদীরও জলে
কি তৃষা জাগে সে নদীরও হিয়া তলে
সবাই তৃষ্ণা মেটায় নদীরও জলে
কি তৃষা জাগে সে নদীরও হিয়া তলে
বেদনার মহাসাগরেরও কাছে
বেদনার মহাসাগরেরও কাছে
কর কর সন্ধান
ভালবাস মোর গান


Amai Nohe Go (আমায় নহে গো) Mp3



Song Info:
Amai Nohe Go (আমায় নহে গো)
নজরুল গীতি

No comments