Latest Lyrics

Tumi Jake Bhalobaso Lyrics তুমি যাকে ভালোবাসো

Tumi Jake Bhalobaso Lyrics তুমি যাকে ভালোবাসো


Tumi Jake Bhalobaso Lyrics তুমি যাকে ভালোবাসো


Tumi Jake Bhalobaso (তুমি যাকে ভালোবাসো) is a Bengali Movie Praktan Song Sung by Anupam Roy and Iman Chakraborty. The vocalist of the song is Anupam Roy and Iman Chakraborty. The lyricist of the song is Anupam Roy and The composer of the song is Anupam Roy.

Song Info:

Song : Tumi Jake Bhalobaso (তুমি যাকে ভালোবাসো)
Singer: Anupam Roy and Iman Chakraborty
Lyrics: Anupam Roy
Music : Anupam Roy
Movie: Praktan


Tumi Jake Bhalobaso তুমি যাকে ভালোবাসো Bengali Lyrics


তুমি যাকে ভালোবাসো
স্নানের ঘরে বাষ্পে ভাসো
তার জীবনে ঝড়
তোমার কথার শব্দ দূষণ
তোমার গলার স্বর
আমার দরজায় খিল দিয়েছি
আমার দারুন জ্বর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর

তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্যদল
বাঁচার লড়াই
আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল
কোথায় দাঁড়াই
কথার ওপর কেবল কথা
সিলিং ছুতে চায়
নিজের মুখের আয়না আদল
লাগছে অসহায়
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান

বুকের ভেতর ফুঁটছে যেন মাছের কানকোর লাল
এতো নরম
শাড়ীর সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল
বিপদ বড়ো
কথার ওপর কেবল কথা
সিলিং ছুতে চায়
নিজের মুখের আয়না আদল
লাগছে অসহায়
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান

তুমি যাকে ভালোবাসো
স্নানের ঘরে বাষ্পে ভাসো
তার জীবনে ঝড়
তোমার কথার শব্দ দূষণ
তোমার গলার স্বর
আমার দরজায় খিল দিয়েছি
আমার দারুন জ্বর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর

Tumi jake valobasho
Snaner ghore bashpe vasho
Taar jobone jhor
Tomar kothar shobdo dushon
Tomar golar shor
Aamar dorjay khil diyechi
Aamar darun jor
Tumi onno karo shonge bedho ghor

Tomar nukor mukhomukhi amar soinnodol
Bachar lorai
Aamar montri khoya geche ekta chaler vul
Kothay darai
Kothar upor kebol kotha
Siling chute chay
Nijer mukher ayna adol
Lagche osohay
Tumi onno karo chonde bedho gaan



No comments